Welcome to

The Journal Of ArtClubPBL

By A M Pabel Ibnu Abil Khair

“The Journal Of ArtClubPBL” মূলত পাবেলের ব্যক্তিগত ডায়েরি। এখানে লেখক তার জীবনের ভাঙন, গড়ন, এক কথায় জীবনচলার বাঁকে বাঁকে ঘটে যাওয়া ঘটনা, ও লেখকের ব্যক্তিগত মতামত তুলে ধরেন।

উক্ত জার্নাল সবার জন্য উন্মুক্ত নয়। লেখক বিশেষ ব্যক্তিদেরকেই তা পাঠ-অনুমোদন দিয়ে থাকেন। কখনো বা অংশ বিশেষ লেখক নিজেই প্রকাশ করে থাকেন সবার জন্য। 

জার্নালের বিভিন্ন লেখা কখনো অন্য নামেও লেখক প্রকাশ করেন।

মূলত কবিতার বাইরের সব লেখাই তিনি তার দিনলিপি হিসেবে ধরে নেন।

A M Pabel

আবদুল মু’মিন পাবেল

পিতার নামের সাথে মিলিয়ে উপনাম ইবনু আবিল খায়ের। পড়াশোনায় প্রাইমারি লেভেল স্কুলে, এবং ভার্সিটি লেভেল মাদ্রাসায়। 

লেখালেখির জীবন শুরু করি ২০১৯ এর সময়টা থেকে। মূলত বইপড়ার আগ্রহ থেকে লেখালেখির শুরু। জীবনে প্রথম যে লেখকের বইগুলো অনেক বেশি পড়তাম তিনি হুমায়ুন আহমেদ। ইসলামি ঘরানার লেখক আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ার পর বইয়ের প্রতি এক ভিন্নমাত্রার নেশা লেগে যায়।

গল্প-উপন্যাসের বই-ই সবচেয়ে বেশি পঠিত। তবে আমার কলম গল্প উপন্যাসে খুব অপটু। কলম চায় কাব্য রচনা, আমার তাই বারণ সাজে না। তার ইচ্ছেকেই প্রাধান্য দিতে হয় প্রতিবার। 

বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা ছাপা হয় উপনাম দিয়ে। কারণ উপনাম আব্বুর নাম দিয়ে রাখা। আমার সবটুকুর ক্রেডিট যার চুক্তি বিহীন প্রাপ্য। আমার সবসময়ের ইচ্ছে ছিলো আমার ভালো কাজ তার হোক যিনি আমার জন্য উজাড় করেছেন তার সর্বস্ব। আমার আমিটাই মূলত তিনি তাই তার পুত্র বলতে আমার এতে গর্ববোধ। 

প্রতিলিপিতে আমার লেখাগুলো কোন গল্প-উপন্যাস নয়। বরং এসব আমার রোজনামচা। লিখতে ভালোবাসি তাই লিখি। লেখালেখির জগতে আমি চাই “আমার কোন পাঠক না হোক”


The Journal Of ArtClubPBL

– A M Pabel Ibnu Abil Khair

29 Ramadan 1445 Hizri

26 Choitra 1430 Bangla

09 April 2024 English

#ArtClubPBL #TheJournalOfArtClubPBL